Friday, March 10

জাসদের সমাবেশ কাল

জাসদের সমাবেশ কাল
কানাইঘাট নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দলের পক্ষ থেকে ‘চলো চলো ঢাকা চলো জাসদের সমাবেশ সফল করো’ এই স্লোগানে সারাদেশের জাসদ কর্মী-সমর্থকদের ঢাকায় আসতে বলা হয়েছে।

এ বিষয়ে দলের এক বিবৃতিতে বলা হয়, শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি নির্মূল করো, জঙ্গি সঙ্গী বর্জন ও বিচার করো। দুর্নীতি ও বৈষম্যের অবসান করো, সুশাসন সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ো ইত্যাদি স্লোগান উচ্চারণের মাধ্যমে দেশের তৃণমূল নেতাকর্মীদের ঢাকায় আসতে বলা হয়েছে।   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়