Thursday, March 16

কানাইঘাটে প্রজন্ম জাগরনী কাফেলার ইসলামিক কনফারেন্স ও হামদ-নাত শনিবার


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট “প্রজন্ম জাগরনী কাফেলা’ চতুল সরুফৌদ এর উদ্যোগে ৩য় ইসলামিক কনফারেন্স ও হামদ-নাত মাহফিল আগামী ১৮ই মার্চ শনিবার বিকেল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চতুল সরুফৌদ স্কুল মাঠে অনুষ্টিত হবে। এতে অংশ গ্রহণ করবেন ওলামা মাশায়েখ, লেখক,সাংবাদিক, বুদ্ধিজীবী ও ইসলামি স্কলার গণ।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়