Saturday, March 25

গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আ'লীগের আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ লুকমান হোসেন, মাসুদ আহমদ চেয়ারম্যান, ফখর উদ্দিন শামীম, রিংকু চক্রবর্তী, উপজেলা আ’লীগ নেতা ফারুক আহমদ, কাউন্সিলার মাসুক আহমদ, কাউন্সিলার ইসলাম উদ্দিন, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, পৌর যুবলীগের আহবায়ক এনামুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমদ, যুবলীগ নেতা এসএম মাহবুবুল আম্বিয়া, ইফতেখার আলম মাহবুব প্রমুখ। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে মুক্তিকামী এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করার জন্য পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ সংগঠিত করে। এ গণহত্যার সাথে জড়িতদের বিচার এবং ২৫শে মার্চকে আন্তর্জাতিক ভাবে জাতীয় গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়