Tuesday, March 7

সিলেটে জুয়ার আসর থেকে ৪২ জন আটক, দণ্ড


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিরবাজার জুয়ার আসর থেকে ৪২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে (সোমবার দিবাগত রাত) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে কাজিরবাজারে জুয়া, মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। মঙ্গলবার গভীর রাতে ওই আসরে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ধরা পড়ে ৪২ জুয়াড়ি। তন্মধ্যে জুয়ার আসরের নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম ও আসরের ম্যানেজার বিল্লাল মিয়াও রয়েছে। আজ বিকাল ৩টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকার আলী আমজাদের ঘড়ির পাশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জুয়াড়িদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। জাহাঙ্গীর ও বিল্লালকে এক মাসের কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ সিলেটভিউ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও জিয়াউল ইসলাম ছিলেন। 
সূত্র: সিলেট ভিউ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়