Monday, February 6

মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত

মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নাফ নদীতে এক বাংলাদেশী জেলে নিহত হয়েছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঐ ঘটনায় আরো একজন জেলে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তিনজন জেলে একটি ট্রলারে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার পর বিজিপির একটি টহল নৌকা থেকে তাদের ওপর গুলি করা হয়। গুলিবর্ষণের ঘটনায় ২৪ বছর বয়সী একজন জেলে, নুরুল আমিন আহত হয়ে পরে মারা যায়।

ওই নৌকাটিকে থামতে বলার পরও না থামায় মাদক চোরাচালানকারী সন্দেহে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে বিজিবিকে জানিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

যদিও দুই দেশের চুক্তি অনুযায়ী সন্দেহভাজন চোরাচালানকারীদের গুলিবর্ষণ না করে গ্রেপ্তার করার নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে এটি মানা হয়নি বলে জানাচ্ছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়