Saturday, February 11

সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে অটোরিক্সা শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে বৈঠকশেষে সন্ধ্যা ৬টায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের সাথে পরিবহন মালিক-শ্রমিকরা বৈঠকে বসেন। বৈঠকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌরশহরের স্থানীয় টিকরবাড়ি এলাকাবাসী ও অটোরিকশা শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। এ কারণে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মারাত্মক ভোগান্তি পোহাত এসব সড়কের যাত্রীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়