Friday, February 3

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কানাইঘাট নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার ভাণ্ডারী দেবা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।

আজ শুক্রবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোহাম্মদ আরিফ (৩৫), ইয়ামিন (৬) ও মাফিয়া বেগম (৪৫)।

আহতরা হলেন, শাহিনুর আক্তার (৩৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪) হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (২৪) ।

চকরিয়া থানার পরিদর্শক জানান, কক্সবাজার থেকে যাওয়ার পথে একটি বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেকে আহত হন। এ ঘটনায় নোহা গাড়ির চালকসহ তিনজন মারা যান এবং বাকিদের চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো জানান, আহত ও নিহত ব্যক্তিরা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়