Tuesday, January 10

শেখ হাসিনার নেতৃত্বে কাল সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

শেখ হাসিনার নেতৃত্বে কাল সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ
কানাইঘাট নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বুধবার বঙ্গভবনে যাচ্ছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে।

এবার ইসি পুনর্গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। চার দফায় মোট ২৩টি দলকে আলোচনায় আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গে আলোচনা হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তাদের অধীনে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
সূত্র:বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়