Sunday, January 1

কানাইঘাটে শিশুদের হাতে হাতে নতুন বই


নিজস্ব প্রতিবেদক: ১লা জানুয়ারী পাঠ্যপুস্তক উৎসব দিবসের দিনে রবিবার নতুন বছরের শুরুতেই কানাইঘাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন ঝলমলে বই পেয়ে আনন্দে মেতে উঠেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া পাঠ্য পুস্তক উৎসব দিবসের শুভ সূচনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন। এ সময় পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মঈনুল হক, সহকারী শিক্ষক হোসেইন আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী, আব্দুশ শুক্কুর, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলার বিলাল আহমদ। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া উপজেলা
প্রশাসনের আর্থিক সহযোগিতায় পরিচালিত রাতাছড়া উচ্চ বিদ্যালয় সহ কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্পনগর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ছোটফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন। এসব পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সদ্য সমাপ্ত জেলা পরিষদের নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচিত মোঃ আলমাছ উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত ৫নং ওয়ার্ডে নির্বাচিত মহিলা সদস্যা সাজনা সুলতানা হক চৌধুরীসহ সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও এলাকার সূধীজন। একই দিনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। ইংরেজী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া সরকারের সাফল্য উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন বিকশিত এবং সময় মতো সকল প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়