কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজাধানীতে দুবৃর্ত্তদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে অজ্ঞাত অবস্থায় নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আজ শনিবার রাত ৭টার দিকে লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
শাহানাজ নামের এক নারী জানান, নিহত ওই নারী তার বোন। তার নাম রানী (৩৫)। তার এক ছেলে শান্ত (১৮) ও এক মেয়ে নন্দিতা (৫) রয়েছে। তাদের গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার আদর্শ গ্রামে।
শাহানাজ আরো জানান, রানী'র বিয়ে হয়েছিল জামালপুরের বাসিন্দা সেলিমের সাথে। কিন্তু গত ৫ বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে তিনি রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। এর পাশের বাসায় শাহানাজও ভাড়া দিয়ে বসবাস করেন।
কিন্তু গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রানী বাসা থেকে বের হয়ে যায়। পরে সে আর ঘরে ফিরেনি। আজ বিকালে এক সিএনজি অটোরিকশা চালক শাহানাজকে খবর দেন আপনার বোন সড়ক দুঘর্টনায় মারা গেছে। খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
রাত ৭টার দিকে তিনি অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্ত করেন।
এর আগে গতকাল রাত দেড়টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে শনিবার বিকালে ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের পরিচালক সোহেল মাহমুদ জানান, ওই নারীর শরীরে দুটি গুলি পাওয়া গেছে। একটি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সূত্র:সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়