Saturday, January 7

বিশ্বের প্রথম 8K মনিটর বাজারে

বিশ্বের প্রথম 8K মনিটর বাজারে

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম 8K মনিটর বাজারে ছাড়লো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। মডেল ডেল ইউপি৩২১৮কে।

নতুন এই মনিটরটিতে আল্টা এইচডি ফোরকে মনিটরের চেয়ে চারগুণ বেশি স্বচ্ছ ছবি প্রদর্শন করতে সক্ষম। এবং ফুল এইচডি মনিটরের চেয়ে ১৬ গুণ বেশি স্বচ্ছ ছবি প্রদর্শন করতে পারে। এটি ৩৩.২ মিলিয়ন পিক্সেল সমর্থন করে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ।

মনিটরটির দাম ৪ হাজার ৯৯৯ ডলার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়