Wednesday, December 21

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে কানাইঘাটের ৯টি ইউনিয়ন ও পৌরসভার শীতার্থ গরীব অসহায় মানুষের মাঝে প্রায় ৬ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় কানাইঘাট পৌরসভার কার্য্যালয়ে কম্বল বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাজ্য কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ বিশিষ্ট কমিউনিটি নেতা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ছাত্র নেতা আজমল হোসেনের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন আল-মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মি. জেমস্ লিও ফারগুসন নানকা, কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসাইন, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জার উল্লাহ, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, চিত্রশিল্পী ভানু লাল দাস, সাবেক প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীম। বক্তব্য রাখেন, সাংবাদিক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলার শরিফ উদ্দিন, মাওঃ ফখর উদ্দিন, শাহাব উদ্দিন, ইউপি সদস্য শরিফ উদ্দিন, ছাত্র নেতা আসাদ উদ্দিন। উপস্থিত ছিলেন, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুন নুর, কাউন্সিলার বিলাল আহমদ, তাজ উদ্দিন, আবিদুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ,
রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন, দিঘীরপাড় ইউপি যুবলীগ নেতা গোলাম মস্তফা রাসেল প্রমুখ। সভাপতির বক্তব্যে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইউকের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের প্রবাসীরা তাদের নিজ এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা প্রবাসীরা চাই কানাইঘাট উপজেলা সবদিক থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। শিক্ষার উন্নয়ন বিকশিত হউক, দরিদ্রতা নির্মুল হউক এটাই আমাদের সকলের প্রত্যাশা। তিনি কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সামাজিক মূলক কর্মকান্ডের বর্ণনা করে বলেন, আমরা কানাইঘাটের সার্বিক উন্নয়ন এবং দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভবিষ্যতেও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে আমাদের অংশগ্রহণ থাকবে। এক্ষেত্রে তিনি সবাইকে সহযোগিতা করার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়