Saturday, December 3

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট শাখার উদ্যোগে শনিবার বাদ আসর কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক আলিম উলামাদের অংশগ্রহণে মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা জমিয়তের সহসভাপতি মাওঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মাওঃ খলিলুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সেক্রেটারী মুফতি এবাদুর রহমান, জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, চরিপাড়া মাদ্রাসার মুহতমিম মাওঃ জালাল উদ্দিন, পৌর জমিয়তের সেক্রেটারী মাওঃ আলিমুদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ রিয়াজ উদ্দিন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরীহ মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধ না হলে প্রয়োজনে বাংলার আলিম সমাজ জিহাদের ডাক দিতে বাধ্য হবেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, অবিলম্বে অং সাং সূচির নোবেল পুরুষ্কার বাতিল এবং মিয়ানমারের মুসলমানদের গণহত্যায় আর্ন্তজাতিক মহল নিরব থাকায় নিন্দা জানিয়ে এব্যাপারে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল জলিল, মাওঃ আমির হোসাইন, মাওঃ এবাদুর রহমান, মাওঃ খালেদ আহমদ, মাওঃ নজির, মাওঃ হারুন রশিদ, মাওঃ গিয়াস উদ্দিন, হা. জামাল উদ্দিন, হা. হাবিব মোহাম্মদ সহ জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেৃতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়