Sunday, December 18

রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে জমিয়তে উলামা ও ৩টি মাদরাসা টিমের নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত বাংলাদেশের চট্টগ্রামের টেকনাফ, উখিয়া, রামু, নাইক্ষ্যং ছড়ি, সাববরাং বেসরকারী ক্যাম্পে অবস্থানরত অসহায় রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের মাঝে জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা, হরিপুর বাজার মাদ্রাসা এবং দারুস সুন্নাহ বাঘের খাল মাদ্রাসার যৌথ উদ্যোগে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরনী কাফেলায় ছিলেন, কানাইঘাট মাদ্রাসা শিক্ষক ও জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী, হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক মাওঃ জয়নাল আবেদীন, মাওঃ আশফাক আহমদ, বাঘের খাল মাদ্রাসার প্রতিনিধি মাওঃ আব্দুল ওদুদ, কানাইঘাট মাদ্রাসার ছাত্রদের মধ্যে মৌলভী আসাদ আহমদ, জুনায়েদ আল হাবিব, রায়হান আহমদ, হাফিজ বোরহান উদ্দিন, শাহেদ আহমদ, কানাইঘাট বাজার প্রতিনিধি মোঃ আলমাছ উদ্দিন, চতুল বাজার প্রতিনিধি মাওঃ হাবিব আহমদ প্রমুখ। রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন, টেকনাফ রামু মাদ্রাসার শিক্ষক মাওঃ সামছুল হক, নাইক্ষ্যং ছড়ি তাজবিদুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওঃ আমিনুল হক ও উখিয়া এলাকার বিশিষ্ট মুরব্বী শামীম আহমদ সহ স্থানীয় উলামায়ে কেরাম। ত্রান বিতরণকারী প্রতিনিধি টিম জানান, চট্টগ্রামের টেকনাফ, উখিয়া সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত অসহায় মুসলমানরা আশ্রয় নিয়েছেন। এছাড়া সরকারী বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছেন। এসব নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের আর্থিক ভাবে সাহায্য ও সহযোগিতা করার জন্য সম্প্রতি সর্বস্তরের জনসাধারনের স্বেচ্ছায় দানকৃত নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়