নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর একটি দল গত বৃহস্পতিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রাম ও কানাইঘাট উপজেলার লন্টির পাহাড় কাঠালবাড়ীর দুর্গম হাওর এলাকা থেকে ছিনতাই হয়ে যাওয়া তিনটি অটোরিক্সা সিএনজি গাড়ী উদ্ধার করেছে। র্যাব সিএনজি গাড়ী ছিনাতাইয়ের সাথে জড়িত পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত নুর মিয়ার পুত্র জৈন্তাপুরের চিহ্নিত চোরাকারবারী ও নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত সামছুল ইসলাম (৪৫) কে ৫০হাজার ভারতীয় রুপি সহ আটক করে শুক্রবার উদ্ধারকৃত ৩টি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ সামছুল ইসলামকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত সামছুল ইসলাম ও তার সহযোগী পলাতক একই গ্রামের আব্দুল মুতলিবের পুত্র আব্দুল মন্নান (৩৭), আব্দুল মন্নানের পুত্র নুরুল হক (৩২) এর বিরুদ্ধে উদ্ধার হওয়া একটি সিএনজি গাড়ীর মালিক কানাইঘাট উপজেলার উপরবড়াই গ্রামের হাজী এবাদুর রহমানের পুত্র কিউএম ফররুখ আহমদ এবং ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধারের ঘটনায় পৃথক-৯ এর এস.আই শুভ্র মুকুল চৌধুরী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় শুক্রবার পৃথক মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে গ্যাস ভরে কানাইঘাট চতুল বাজারে আসার পথে পথিমধ্যে সিলেট-তামাবিল সড়কের ফতেহপুর রাস্তার মোড় থেকে সিএনজি গাড়ীর যাত্রী বেশী ছিনতাইকারী গ্রেফতারকৃত সামছুল ইসলাম ও তার সহযোগীরা কানাইঘাটের কিউএম ফররুখ আহমদের সুহেল এন্টারপ্রাইজ নামক একটি সিএনজি অটোরিক্সা চালক আবুল হোসেনকে মারধর করে ছিনতাই করে নিয়ে যায়। এর আগে সামছুল ইসলামের নেতৃত্বে একই চক্র কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামের শরিফ উদ্দিনের একটি ও বড়চতুল গ্রামের রেহিমা বেগমের আরো একটি সিএনজি অটোরিক্সা গাড়ী ছিনতাই করে। কিউএম ফররুখ আহমদ তার অটোরিক্সা সিএনজি গাড়ী ছিনতাইয়ের ঘটনাটি গত বৃহস্পতিবার জৈন্তাপুর-হরিপুর এলাকায় টহলরত অবস্থায় র্যাাব-৯ এর একটি টিমকে অবহিত করলে উক্ত টিমের র্যাবের এস.আই শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টারদিকে সিএনজি ছিনতাইয়ের হোতা গ্রেফতার সামছুল ইসলামকে হরিপুর বাজার থেকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ফারুক আহমদের সিএনজি গাড়ী ছিনাইয়ের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীর সূত্র ধরে র্যাব-৯ জৈন্তাপুর পশ্চিম বালিপাড়া গ্রামের মসজিদের পাশ থেকে একটি ও কানাইঘাটের দুর্গম হাওর এলাকা লুন্টির পাহাড় কাঠালবাড়ীর ময়না মিয়ার বাড়ী থেকে দু’টি সিএজনি গাড়ী উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় র্যাব-৯ আটক সামছুল ইসলামের দেহ তল্লাশী করে দুইহাজার রুপি মূল্যের ২৫টি নোট উদ্ধার করে তার কাছ থেকে। অভিযোগে জানা গেছে গ্রেফতারকৃত সামছুল ইসলাম ও তার সহযোগী পলাতক অপর দুই আসামী এলাকার মাদক ব্যবসা ও চোরাচালানীর সাথে জড়িত রয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়