Monday, December 26

অন্তিম শয়ানে কানাইঘাটের সুফি হুজুর ! জানাযায় মুসল্লিদের ঢল


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নস্থ ফালজুর নিবাসী চারখাই আদিনাবাদ মাদ্রাসার প্রতিষ্টাতা ও মুহতামিম পিরে কামেল আল্লামা ফয়জুর রহমান (সুফি সাহেব) রহ. এর জানাযা আজ বাদ যোহর মুকিগঞ্জে অনুষ্টিত হয়। হাজার হাজার মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে সুফি সাহেবের জানাযা সম্পন্ন হয়। জানাযায় ইমামতি করেন সুফি সাহেবের বড় ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রুহুল অামিন সাদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘদদিন ধরে বার্ধকজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়