Thursday, December 29

কোহলি-স্মিথের মধ্যেই টেস্টের শীর্ষস্থান দখলের লড়াই

কোহলি-স্মিথের মধ্যেই টেস্টের শীর্ষস্থান দখলের লড়াই

কানাইঘাট নিউজ ডেস্ক: বক্সিং ডে টেস্ট মানেই স্মিথের সেঞ্চুরি। শুধু তাই নয় বিষয়টিকে রীতিমতো রুটিনই বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

২০১৪ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে করেছিলেন ১৯২ রান, এরপর ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৩০ রান। এবার ১০০ রান করে অপরাজিত আছেন পাকিস্তানের বিপক্ষে।

বলতে গেলে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের মধ্যে টেস্টের শীর্ষস্থান দখলের লড়াইটা বেশ জমেই উঠেছে।
এ বছর কোহলি করেছেন চারটি সেঞ্চুরি। সমান তালে স্মিথও করেছেন চারটি। চলতি বছর হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।  

তবে মেলবোর্নে সেঞ্চুরির দিক দিয়ে ইয়ান চ্যাপেল ও ম্যাথু হেইডেনদের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। এনিয়ে মেলবোর্নে টানা তিনটি সেঞ্চুরি করেছেন স্মিথ।

এই মেলবোর্নে টানা তিন টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে শুধু হার্বার্ট সাটক্লিফ, বিল লরি, ইয়ান চ্যাপেল ও ম্যাথু হেইডেনের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়