Tuesday, December 6

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পান্নিরসিলভাম

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পান্নিরসিলভাম
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতা গতকাল সোমবার রাতে মারা গেছেন। এ পদে স্থলাভিষিক্ত হয়েছেন তার একান্ত অনুগত ও পান্নিরসিলভাম।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান এআইএডিএমকে নেতা জয়ললিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়সী পান্নিরসালভেম জয়ললিতার ঘনিষ্ঠ আইনজীবী। এ আগেও দুইবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় নানা কারণে জয়ললিতাকে পদত্যাগ করতে হয়েছিল।

সোমবার দিবাগত রাত একটা ১৫ মিনিটে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পান্নিরসালভাব। ওই সময় জয়ললিতার মন্ত্রিসভার ৩১ মন্ত্রীও শপথ গ্রহণ করেন।

গত ২২ সেপ্টেম্বর শ্বাসকষ্ট এবং ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় জয়ললিতাকে। গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবস্থার অবনতি হতে থাকায় রাখা হয় লাইফ সাপোর্টে। সোমবার রাতে জয়ললিতাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে তামিলনাড়ুতে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়