Friday, December 23

'পাকিস্তান থেকে আল-কায়েদা-তালেবান নির্মূল হয়েছে'

'পাকিস্তান থেকে আল-কায়েদা-তালেবান নির্মূল হয়েছে'
কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তার দেশ থেকে আল-কায়েদা ও তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল হয়েছে। এজন্য পাকিস্তানকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বসনিয়া-হারজেগোভিনা সফরকালে বুধবার দেশটির জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় নওয়াজ শরিফ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে আমরা সন্ত্রাসবাদের হুমকিকে কার্যকরভাবে নস্যাৎ করেছি।’

নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানে তালেবান ও আল-কায়েদার ‘অভয়াশ্রম’ ধ্বংস করা হয়েছে এবং তারা দেশ থেকে নির্মূল হয়ে গেছে।

নওয়াজ শরিফ পাকিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোনো উপস্থিতি নেই বলেও দাবি করেন।
তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের হুমকি নিরসন করতে পাকিস্তান বদ্ধপরিকর।

বসনিয়ার ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া অন্য এক বক্তৃতায় নওয়াজ বলেন, দেশের অর্থনীতি এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কারণে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ফলে পাকিস্তান এখন বিনিয়োগের একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।

নওয়াজ শরিফ তার দেশে বিনিয়োগের জন্য বসনিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়