Monday, December 19

জামিনে মুক্ত মাহমুদুর রহমান মান্না

জামিনে মুক্ত মাহমুদুর রহমান মান্না
কানাইঘাট নিউজ ডেস্ক: প্রায় দুই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মান্না মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন জেলার নাসিরুল আলম।

জেলার বলেন, ‘আদালত থেকে জামিনের কাগজ আসার পর আজ তাকে মুক্তি দেয়া হয়।’

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথাবার্তার দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। এরপর একই বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেনাবিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই বছরের ৫ মার্চ মান্নার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

এ দুই মামলায় চলতি বছরের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়। মান্না এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন। এ বিষয়ে ২১ মার্চ শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে রুল জারি করেন। 
--বিডিলাইভ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়