Tuesday, December 20

ক্বারী উবায়দুল্লাহ আর নেই


কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদের খতিব কারী উবায়দুল্লাহ আর নেই। ধানমন্ডিতে নিজের কন্যার বাসায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। কারী মো. উবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চকবাজার এলাকায় শোকের ছায়া নেমে অাসে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে ১৯৪৪ সালে জন্মেছিলেন কারী উবায়দুল্লাহ। ১৯৬২ সাল থেকে ২০০৬ সালে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কারী। বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের ৩৩টি দেশ সফর করেছেন তিনি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন কারী উবায়দুল্লাহ। তার রেকর্ড করা আজান দীর্ঘদিন প্রচারিত হয়েছে সরকারি এ দুটি চ্যানেলে। জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনের উদ্বোধনী দিনে তার কোরআন তেলাওয়াত ছিল নিয়মিত। সূত্র:--কমাশিসা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়