Tuesday, December 20

টানা ১৮ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড কোহলিদের

টানা ১৮ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড কোহলিদের
কানাইঘাট নিউজ ডেস্ক: বিরাট কোহলির হাত ধরে আকাশে উড়ছে ভারত। কারণ টানা ১৮ টেস্টে অপরাজিত রয়েছে ভারত। কোহলিদের শেষ হারের মুখ দেখতে হয়েছিল ২০১৫ সালের অাগস্টে। তারপর থেকে আর হারেনি তারা।

মঙ্গলবার ইংল্যান্ডকে সিরিজের শেষ টেস্টে এক ইনিংস ও ৭৫ রানে হারানোর সঙ্গেই টানা ১৮ টেস্টে অপরাজিত থাকল কোহলিরা। ভারতীয় ক্রিকেটে এর আগে টানা জেতার রেকর্ড ছিল ১৭ টেস্টের। যেটা হয়েছিল সেপ্টেম্বর ১৯৮৫ থেকে মার্চ ১৯৮৭ এর মাঝে। আর মঙ্গলবার সেই রেকর্ড ভাঙল এই ভারতীয় দল।

এই দল শেষ হেরেছিল অাগস্ট ২০১৫ তে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৬৩ রানে সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। কিন্তু সেই হারের পর সেই সিরিজই ২-১ এ জিতে নিয়েছিল ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ০-৩ এ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল ২-০ তে।

এরপর ভারতের মাটিতে কিউইদের ৩-০ তে হারিয়েই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসার পর দেশের মাটিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ৪-০ তে। টানা পাঁচ সিরিজ জিতে রেকর্ড থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে ভারত। আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তারা। ঘরের মাঠে সব থেকে বেশি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড। ১৯৭৭-১৯৮০ তে এই রেকর্ড ছিল ২০ টির। এরপর সামনে রয়েছে আরও টেস্ট। একটি টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। আর একটি টেস্ট সিরিজ রয়েছে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়