Tuesday, December 27

সিলেটে সকল লাইব্রেরী দুই দিন বন্ধ থাকবে


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২ দিন সিলেটের সকল লাইব্রেরী বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার সিলেটের সকল লাইব্রেরী বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান। তিনি লাখ লাখ পুস্তক ব্যবসায়ীর কথা চিন্তা করে প্রস্তাবিত শিক্ষানীতির সংশোধনের দাবি জানান। এর আগে গত সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মিলনের সভাপতিত্বে কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় সেক্রেটারী আজিজুর রহমান খাঁন তপন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, বালাগঞ্জ উপজেলা সভাপতি নুর উদ্দিন পুতুল, সিলেট মডেল লাইব্রেরীর সত্বাধিকারী মিজানুর রহমান, শাহজালাল লাইব্রেরীর এহসানুল হক তাহের প্রমুখ।
 সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়