Thursday, November 3

ছোটবেলা থেকে শিশুকে যেসব বিষয় শেখানো উচিৎ

ছোটবেলা থেকে শিশুকে যেসব বিষয় শেখানো উচিৎ
কানাইঘাট নিউজ ডেস্ক: শিশুর আচার ব্যবহার, শিশু বড় হয়ে কি ধরনের মানুষ হিসেবে বেড়ে উঠবে এসব কিছুই নির্ভর করে ছোটবেলা শিশু তার বাবা-মা থেকে কি শিখছে, বাবা-মা তাদের কি শেখাচ্ছে এসব কিছুর উপর। বাবা-মায়ের কার্যক্রম, শেখানো বিষয়গুলোই শিশুর সারাজীবনের পাথেয় হিসেবে কাজ করতে পারে। যে বিষয়গুলো শেখালে শিশুরা সঠিকভাবে বিনয়ীভাবে গড়ে উঠবে সে সম্পর্কে বাবা মায়ের জ্ঞান থাকা জরুরি।

১। কোন কিছুকে ছোট করে দেখা বা অপছন্দ করার বিষয়টি অবশ্যই শিশুকে ছোটবেলা থেকে বুঝিয়ে বলতে হবে। তাকে বোঝাতে হবে যাতে এমন কিছু সে না বলে যাতে তার সামনে কেউ বিব্রত হয়ে পড়ে।

২। বাসায় কেউ আসলে বা পরিচিত কারো সাথে দেখা হলে কুশলাদি জিজ্ঞেস করার ব্যাপারটি শিশুকে ছোটবেলা থেলে বুঝিয়ে বলতে হবে।

৩। কখনো কারো ঘরের দরজা বন্ধ থাকলে কিংবা এমনিতেও কোন ঘরে প্রবেশ করার আগে অবশ্যই শিশু যাতে অনুমতি নেয় কিংবা নক করে প্রবেশ করে সে ব্যাপারে শিশুকে শিক্ষা দিতে হবে।

৪। শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে তারা যাতে বড়রা কোন কিছু নিয়ে কথা বললে বা আলোচনা করলে তার মাঝে যেন কথা না বলে।

৫। কারো কাছ থেকে কোন কিছু নিলে বা গ্রহণ করার সময় ধন্যবাদ জ্ঞাপন করা শিশুকে শেখাতে হবে।

৬। শিশুর সামনে অবশ্যই ভাষা ব্যবহারের দিক লক্ষ্য রেখে কথা বলতে হবে। তা নাহলে শিশুর খারাপ ব্যবহারের জন্য হয়তো আপনারাই দায়ী হবেন। শিশুর সাথে কথা বলার ক্ষেত্রে তাই সচেতন হোন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়