Saturday, November 12

স্যান্ডার্স হলে পারতেন!

স্যান্ডার্স হলে পারতেন!

কানাইঘাট নিউজ ডেস্ক: সিনেটর বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিনটনের কাছে দলীয় মনোনয়ন দৌড়ে হেরে যান। তবে নতুন এক জরিপ বলছে মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন পেলে ডোনাল্ড ট্রাম্পকে অনায়াসেই হারাতে পারতেন স্যান্ডার্স।
 
নির্বাচনের দু'দিন আগে গার্ভিস মার্কেটিংয়ের পক্ষ থেকে ১ হাজার ৬শ' নিবন্ধিত ভোটারের ওপর এক জরিপ পরিচালনা করা হয়। সেই জরিপের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে হাফিংটন পোস্ট।
 
ওই জরিপ বলছে, নির্বাচনে স্যান্ডার্স অংশ নিলে ৫৬ শতাংশ ভোট পেতেন। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প পেতেন ৪৪ শতাংশ ভোট।
 
ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান অ্যালান গ্রেসনের অর্থায়নে ওই জরিপ পরিচালিত হয়। নির্বাচনে প্রতিনিধিত্ব করার বিষয়ে তিনি স্যান্ডার্সের পক্ষে মত দিয়েছিলেন।
 
ওই জরিপে বলা হয়, নির্বাচনে স্যান্ডার্স ট্রাম্পের বিপরীতে বিপুল ব্যবধানে জয় পেতেন। সেই তুলনায় হিলারির ভোট পাওয়ার সম্ভাবনা অনেক কম ছিল।
 
এই জরিপ অবশ্য পপুলার ভোটের ওপর নির্ভর করে প্রণয়ন করা হয়। ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৯টি, আর হিলারির পক্ষে গেছে ২২৮টি।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে হিলারি ক্লিনটন মোট ভোট পেয়েছেন ৫ কোটি ৯৭ লাখ ৯৬ হাজার ২৬৫। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৮০৬ ভোট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়