কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়েছে। আগামী ২ বছরের জন্য কমিটির নেতৃত্ব নির্বাচিত করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। ১৩ নভেম্বর রোববার, সন্ধ্যায় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইন ও ট্রেজারার আব্দুর রহমান বুলবুল কে নির্বাচিত করা হয়। কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রবাসী কানাইঘাটবাসীর সমস্যা, কানাইঘাটের শিক্ষার উন্নয়ন, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সংগঠনটি। এছাড়াও এলাকার অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া আদায় ছাড়াও কান্ইাঘাটবাসীর বিভিন্ন অধিকার নিশ্চিত করতে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ৬১ সদস্য বিশিষ্ট ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান আগামী ২১ শে নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬.০০ টায় পূর্ব লন্ডনের দি ব্লু মুন সেন্টারে অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়