Friday, November 4

দুই ধরণের ডিসপ্লে নিয়ে হুয়াওয়ের নতুন ফোন

দুই ধরণের ডিসপ্লে নিয়ে হুয়াওয়ের নতুন ফোন

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামীকাল দুই ধরণের ডিসপ্লের নতুন ফোন নিয়ে নিয়ে বাজারে আসছে হুয়াওয়ে। ইতিমধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেছে স্মার্টফোনটির সকল তথ্য। এরই মধ্যে এই ফোন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে অনেকের মধ্যে।

হুয়াওয়ের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ মেট ৯। একটি সূত্র থেকে জানা গেছে হুয়াওয়ে মেট ৯-এর পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা- একটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ২০ মেগাপিক্সেল। এতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হুয়াওয়ে মেট ৯- এর স্ক্রিন হবে ৫.৯ বা ৬ ইঞ্চি।

গত সপ্তাহে হুয়াওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ফোনটিতে থাকছে নতুন কিরিন ৯৬০ চিপসেট। এতে নতুন পার্পল রং অ্যাড করা হয়েছে। পর্দা ও স্টোরেজের ভিত্তিতে নতুন নতুন সংস্করণ নিয়ে আসবে এটি।

ফাঁস হয়ে যাওয়া তথ্যে বলা হয়েছে, এই ফোনে দুই ধরনের ডিসপ্লে নিয়ে আসছে হুয়াওয়ে। একটি নরমাল ফ্ল্যাট স্ক্রিন এবং অন্যটি দুই পাশে বাঁকানো স্ক্রীন। এতে থাকবে ৪ বা ৬ জিবি র‌্যাম। অভ্যন্তরীণ স্টোরেজ থাকছে ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।

জার্মানির মিউনিখে ফোনটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড নুগেট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়