Wednesday, November 16

ভারতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েকের এনজিও

ভারতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েকের এনজিও
কানাইঘাট নিউজ ডেস্ক: ইসলামী পণ্ডিত জাকের নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ‘অবৈধ সংস্থা’ হিসেবে তা নিষিদ্ধ করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।

জাকির নায়েকের মুম্বাইভিত্তিক এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান পিস টিভি।

উল্লেখ্য, গত জুলাইয়ে গুলশান হত্যাকাণ্ডের পর হামলাকারীদের জাকির নায়েকের বক্তব্য অনুসরণের খবর প্রকাশের পর বাংলাদেশে তার পিস টিভি বন্ধ করে সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়