Tuesday, November 1

জে-২০ যুদ্ধবিমান আকাশে উড়াল চীন

জে-২০ যুদ্ধবিমান আকাশে উড়াল চীন

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথমবারের মতো জে-২০ যুদ্ধবিমান আকাশে উড়াল চীন। দীর্ঘ প্রতীক্ষার পর গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে এই উড্ডয়ন প্রদর্শন করে চীন। এ দিন ঝুহাইয়ে বিমান নির্মাতা ও ক্রেতাদের মধ্যে বৈঠক হয়।

এ উপলক্ষে জে-২০ যুদ্ধবিমান উড্ডয়ন করা হয়, যা মাত্র ৬০ সেকেন্ড আকাশে ছিল। ২০১৮ সাল নাগাদ চীনের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে জে-২০ যুদ্ধবিমান।

দ্রুত গতির জে-২০ যুদ্ধবিমান রাডার ফাঁকি দিয়ে উড়তে সক্ষম। চীনের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান নির্মাণ করেছে চেংডু অ্যারোস্পেস করপোরেশন, যা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার একটি অঙ্গ প্রতিষ্ঠান।

উন্নত প্রযুক্তির ব্যবহার করে চীন জে-২০ যুদ্ধবিমান নির্মাণ করেছে সামরিক ক্ষেত্রে তাদের শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে। আগামী দশকে তারা বিমান ব্যবসায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়