Wednesday, October 12

শ্রীহট্ট প্রকাশ থেকে দুটি গ্রন্থ প্রকাশিত


কানাইঘাট নিউজ ডেস্ক: শ্রীহট্ট প্রকাশ-থেকে প্রকাশিত আবদুল হাই মিনারের ‘খুকু-তোমার বসত’ ও জসীম আল ফাহিমের ‘ময়না পাখি’ বই দুটি লেখকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বই দুটি মধ্যে ‘খুকু-তোমার বসত’ বইটি লিখেছেন আব্দুল হাই মিনার। বইটির মূল্য হচ্ছে ২২০ টাকা। এছাড়া তরুণ লেখক জসিম আল ফাহিমের ‘ময়না পাখি’ বইটির মূল্য হচ্ছে ১৭০ টাকা। আগ্রহী ক্রেতারা ওয়ান প্রিন্টিং প্রেস, কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স , (নীচ তলা) থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা যোগাযোগ করতে পারেন আহমদ আব্দুল ওয়াদুদ, মোবাইল-০১৮১৯৫৬০০৩০ এই নাম্বারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়