কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে সিলেট সদর।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে কানাইঘাট উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারায় সিলেট সদর উপজেলা ফুটবল দল।
ম্যাচের শুরু থেকে আক্রমণ করতে থাকে সিলেট সদর উপজেলা ফুটবল দল। একের পর এক আক্রমণে তারা ব্যস্ত রাখে কানাইঘাটের রক্ষণভাগকে। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না দল। কানাইঘাট তাদের রক্ষণ ভাগে খেললে নিজেদের ‘নিরাপদ’ রাখছিলো দলটি। আর এতে সবচেয়ে বড় ভূমিকা ছিলো দলটির গোল রক্ষকের।
বার বার আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সিলেট সদর। গোল শুন্য সমতায় রেখেই বিরতিতে যায় দু’দল।
বিরতির ফিরেই পাল্টে যায় খেলার চিত্র। এবার বলের নিয়ন্ত্র নিয়ে নেয় কানাইঘাট। প্রথমার্ধের মতই দ্বিতীয়ার্ধে তারা ব্যস্ত রাখে সদরের রক্ষণভাগকে। একের পর আক্রমণ করছিলো। কিন্তুু গোলের দেখা পায়নি দলটি।
তবে ম্যাচের ৬০ তম মিনিটেই ভাগ্যকে পাশে পেয়ে যায় সিলেট সদর। ইমরাজ আহমদের গোলে এগিয়ে যায় দলটি। এবার কানাইঘাটের গোল রক্ষককে পরাস্ত করে ইমরাজ বল জড়ালেন কানাইঘাটের জালে। আর এই একটি গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট সদর।
------নিউজ চেম্বার
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়