Sunday, October 23

পাকিস্তানকে ফের কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানকে ফের কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
কানাইঘাট নিউজ ডেস্ক: জঙ্গিদমনে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর তরফে জানানো হয়েছে, দেশের ভেতরে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে প্রয়োজনে একাই লড়াই করতে হবে পাকিস্তানকে। সেখানে কোনো গড়িমসি করা চলবে না।

প্রতিরক্ষামন্ত্রীর তরফে জানানো হয়েছে, জঙ্গিঘাঁটি নির্মূল করতে অনেক সময়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সন্ত্রাসবাদ বন্ধ করতে পাকিস্তানকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছে আমেরিকা।

ভারতের মাটিতে একাধিক জঙ্গি কার্যকলাপের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আর তার জেরেই দুই দেশের মধ্যে সম্পর্কে চির ধরেছে নতুন করে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তানের ওপর সন্ত্রাসবাদ মোকাবিলায় চাপ সৃষ্টি করল আমেরিকাও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়