Wednesday, October 12

উপকূলীয় এলাকায় ৩নং সতর্ক সংকেত, ভারী বর্ষণের শঙ্কা

উপকূলীয় এলাকায় ৩নং সতর্ক সংকেত, ভারী বর্ষণের শঙ্কা
কানাইঘাট নিউজ ডেস্ক:: বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়