Sunday, October 16

এবার পাক শিল্পীদের পক্ষ নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্ন

এবার পাক শিল্পীদের পক্ষ নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্ন

বিনোদন ডেস্ক: উরি হামলাকে কেন্দ্র করে ভারত-পাক উত্তেজনা তুঙ্গে। এমনকি শিল্পীদের মধ্যেও সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকেছে, ঠিক তখনই পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে মুখ খুলে বেশ সাহসের পরিচয় দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷

তিনি জানিয়েছেন, নিজের দেশের প্রতি তার অগাধ শ্রদ্ধা, কিন্তু যে কোনও সমস্যাতেই শিল্পীদের নিশানা করার বিরোধী তিনি৷

তিনি আরও বলেছেন, শিল্পই একজন শিল্পীর ধর্ম৷ দুই দেশের সম্পর্কের মধ্যে যে চিড় ধরেছে তার মাঝে শিল্পীদের টেনে আনা উচিৎ নয়৷

ভারতের কোনও রাজনৈতিক সমস্যা বা যে কোনও কিছুতে শিল্পী-অভিনেতাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়৷ যেখানে প্রধান চিন্তার কারণ, সীমান্ত, সীমান্তের সেনা এবং তাঁদের পরিবার এবং দেশের সুরক্ষা, সেখানে অযথা শিল্পীদের নিশানা করা হচ্ছে৷ নেতা, ডাক্তার, ব্যবসায়ীরা কেন এই আক্রমন থেকে বেঁচে যাচ্ছেন, সে প্রশ্নও উঠে আসে এই অভিনেত্রীর কথায়৷

ক'দিন আগেই অভিনেতা ওম পুরি এ ধরণের কথা বলতে গিয়ে আক্রমনের শিকার হয়েছিলেন। বাদ যাননি সালমান-শাহরুখও। তাদেরকেও বলা হয়েছিলো পাকিস্তানে চলে যেতে। এখন দেখার ব্যাপার প্রিয়াঙ্কার এই মন্তব্যে কেমন প্রতিক্রিয়া দেখায় উগ্র জাতীয়তাবাদীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়