Wednesday, October 26

প্রস্তুত ইরানের 'আত্মঘাতী ড্রোন'

প্রস্তুত ইরানের 'আত্মঘাতী ড্রোন'

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরানের এলিট রিভ্যুলিশনারী গার্ড বুধবার জানিয়েছে, তারা জলে ও স্থলে লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে বিস্ফোরক বহনে সক্ষম এমন একটি ‘আত্মঘাতী ড্রোন’ তৈরি করেছে।

রিভ্যুলিশনারী গার্ড বিষয়ক সংবাদ প্রচারকারী বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে জলসীমা পর্যবেক্ষণের কাজে ড্রোনটি কাজে লাগানো হবে।

সংস্থাটি আরো জানায়, পানির সামান্য উপর দিয়ে দ্রুত গতিতে উড়ে যেতে সক্ষম ড্রোনটি এমনভাবে তৈরী করা হয়েছে, যা প্রতি ঘন্টায় প্রায় ২শ’ ৫০ কিলোমিটার গতিতে পানির মাত্র দুই ফুট ওপর দিয়ে উড়ে যেতে পারবে। এছাড়া এডভান্সড মিলিটারি ক্যামেরা থাকায় এটি দিন এবং রাত উভয় সময়েই চলতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়