নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ অক্টোবর জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কানাইঘাট উপজেলা ফুটবল টিমের সাথে সিলেট সদর ফুটবল টিমের খেলাকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় কানাইঘাট ডিগ্রি কলেজ মাঠে কানাইঘাট ফুটবল টিমের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হেকিম শামীম, হাজী আব্দুল মালিক, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, সদস্য এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক জামাল উদ্দিন সহ উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়