কানাইঘাট নিউজ ডেস্ক:
স্বপ্ন পুরণের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের আশরাফ আলী (৩০) । স্বপ্ন পূরণ তো দূরের কথা, দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে দেশে এলো তার লাশ। আশরাফ সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরপুর গ্রামের তুরাব আলীর পুত্র।
পারিবারিক সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ বছর পূর্বে লিবিয়া গিয়েছিলেন আশরাফ আলী। গত ১০ অক্টোবর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাতনামা স্থানে গুলি করে পালিয়ে যায়। ৩দিন নিখোঁজ থাকার পর ১ লক্ষ টাকার মাধ্যমে তার সন্ধান পাওয়া যায় একটি হাসপাতালে। ওই হাসপাতালে ৩দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় আশরাফের। এরপর গত রোববার বিমানের একটি ফ্লাইটে আশরাফের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। এরপর সোমবার সকাল নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন নিহতের ভাই মশব আলী।
২ ভাই ও ১ বোনের মধ্যে আশরাফ ছিলেন সবার বড়। তার ৯ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
----সিলেটের সকাল
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়