Wednesday, September 28

ঢাবি'র ভর্তি পরীক্ষা: মেধাতালিকায় স্থান পেয়েছে কানাইঘাটের তিন মাদ্রাসা ছাত্র


কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৬-১৭ সেশনের মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সোমবার। ভর্তি পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে এবারের ঢাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ২০১৬ সেশনে আলিম পরীক্ষায় উত্তীর্ণ তিন শিক্ষার্থী। ২০০ নাম্বারের মধ্যে ১৫০.২০ পেয়ে মেধা তালিকায় ৪৬২তম স্থানে উত্তীর্ণ হয়েছেন কানাইঘাট উপজেলার তিনসতি গ্রামের মস্তাক আহমদের ছেলে নোমান উদ্দিন, ১৩২.৯০ নাম্বার পেয়ে মেধা তালিকায় ২২৪৫তম স্থানে উত্তীর্ণ হয়েছেন একই উপজেলার নারাইনপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহবুবুর রাহমান এবং ১৪৬ নাম্বার পেয়ে মেধা তালিকায় ৭৫৬তম স্থানে উত্তীর্ণ হয়েছেন জকিগঞ্জ উপজেলার লোকমান উদ্দিনের ছেলে মোহাম্মদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়