Sunday, July 24

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে। একই গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি  গুরুতর আহত হলেও চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত।

নিহত দুজনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তারা হলেন আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)। আহতদের একজন বরিশালের রেজাউল। অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ী কাজে ইয়াম্বু গিয়েছিলেন। আমিনের পরিবার জেদ্দায় রয়েছেন। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।

আমিনুল ইসলাম আমিনের জেদ্দার বাওয়াদি মার্কেটে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে বলে জানিয়েছেন ওই মার্কেটের কর্মচারী মহফিজুর রহমান।

শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়