Sunday, July 24

বর্ষায় চুলের যত্নে ঘরোয়া প্যাক


কানাইঘাট নিউজ ডেস্ক: বর্ষায় চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তৈলাক্ত চুল হোক বা ড্রাই, এই সময় চুলের সমস্যায় ভুগতে হয় সবার। কখনও অতিরিক্ত আর্দ্রতায় ঘামে ভিজে চুলে পড়ে, কখনো বা বৃষ্টিতে বার বার ভিজে চুল প্রয়োজনীয় আর্দ্রতা হারায়। তাই এসময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল ম্যাসাজ ছাড়াও চুলের জন্য আরো বেশি যত্নের প্রয়োজন পড়ে।

জেনে নিন বর্ষায় চুলের যত্নের জন্য প্রয়োজনীয় কিছু চুলের প্যাক-

- ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- ১টা পাকা অ্যাভোকাডো, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১/৪ কাপ কাঁচা দুধ মিশিয়ে আধ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। ঠান্ডা বা মৃদু গরম পানিতে ধুয়ে ফেলুন।।

- ৪-৫ টেবিল আমন্ড দুধ, ১-২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- শুষ্ক চুল হলে ২টা ডিমের কুসুম/তৈলাক্ত চুল হলে ২টা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- ৩-৪টা স্ট্রবেরি, ১ টেবিল মধু, ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট এই মাস্ক চুলে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়