Monday, June 20

বিশ্বের সেরা এনজিও ব্র্যাক, ১২ তম গ্রামীন ব্যাংক


বিশ্বের সেরা এনজিও ব্র্যাক, ১২ তম গ্রামীন ব্যাংক
কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের সেরা এনজিও নির্বাচিত হয়েছে স্যার ফজলে হাসান আবেদের ব্রাক। বিশ্বের সেরা ৫০০ এনজিওর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক। গতকাল রোববার জেনেভা ভিত্তিক মিডিয়া সংস্থা এবছরের এনজিও এডভাইজার লিস্ট প্রকাশ করে।

বিগত এক বছর যাবত গবেষণা চালিয়ে সারা বিশ্বের সেরা ৫০০টি এনজিওর তালিকা তৈরি করে তারা। ২০০৯ সাল থেকে এই ধরনের জরিপ পরিচালনা করছে এই সংস্থাটি।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা অক্সফ্যাম। সেভ দি চিলড্রেন রয়েছে নবম অবস্থানে। আর গ্রামীন ব্যাংক রয়েছে ১২ তম অবস্থানে।

এর আগে ২০১৩ সালে গ্লোবাল জার্নালের জরিপে সেরা এনজিও নির্বাচিত হয় ব্র্যাক। এরপর ২০১৫ সালে দ্বিতীয় অবস্থান গ্রহণ করে ব্র্যাক।

বিশ্বের ১২টি দেশে দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্র্যাক। সেরা এনজিও নির্বাচিত হওয়ার পর ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, এই স্বীকৃতি আমরা পেয়েছি কারণ আমাদের কর্মীরা নতুন নতুন পন্থায় গরীব মানুষেদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়