ফিচার ডেস্ক:
মানুষের ওজন কি পৃথিবীর সব জায়গায় একই থাকে? আপনার ওজন ঢাকায় ৬০ কেজি হলে পৃথিবীর অন্যত্র যে ৬০ কেজিই হবে তার কোনো মানে নেই কিন্তু!এ বক্তব্যে অবাক হচ্ছেন পাঠক? সাময়িক সময়ের জন্য হতে পারেন, তবে এই বক্তব্যের একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে। আসুন সেই ব্যাখ্যাটাই জানার চেষ্টা করি আমরা।
পৃথিবীর একেক প্রান্তে মানুষের ওজন একেক রকম। এর সঙ্গে পানিহাওয়া বদলে যাওয়ার কোনও সম্পর্ক নেই। তাহলে কেন এমন হয়?
দেখা গেছে, মাধ্যাকর্ষণের প্রভাবে পাল্টে যায় ওজন! পৃথিবীর যে এলাকায় মাধ্যাকর্ষণের প্রভাব কম, সেখানে ওজন কমে যায়। এর ঠিক উল্টোটাও সঠিক।
শুনলে মনে হতে পারে অসম্ভব। কিন্তু কেমন সেই প্রভাব? ইকুয়েটর বা নিরক্ষরেখায় মাধ্যাকর্ষণ সবথেকে কম। ফলে ওজনও কম দেখায় এখানে। একইভাবে সমুদ্রের ট্রেঞ্চের ফলেও মাধ্যাকর্ষণ কমে যায়। সে কারণে কয়েকটি জায়গায় ওজন কম দেখায়।
আবার মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ সবথেকে বেশি। আবার যেখানে খনিজের প্রাচুর্য রয়েছে বা পাহাড়ি এলাকায় একই ব্যাপার ঘটে। সেখানেও গ্র্যাভিটেশনাল পুল বেশি। ফলে সেখানে ওজন বেশি দেখায়।
তবে এ নিয়ে চিন্তা করবেন না। কেননা, বাড়ি ফিরে দেখবেন, আপনি আবার যে কে সেই।
Thursday, June 2
এ সম্পর্কিত আরও খবর
সকালে খালি পেটে খাবেন না যেসব খাবার সকালে একেক জন একেক রকম খাবার খেয়ে থাকেন। তবে সকালে কী খাচ্ছেন সেটার প্রভাব পরে সারাদিনের কাজ
কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক ::পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে
বৈশাখে রবীন্দ্রনাথের উপস্থিতি কেন এত গভীর? নববর্ষের সকাল মানেই চারপাশে এক চেনা সুরের আবহ ‘এসো হে বৈশাখ, এসো এসো’। এই সুরের মধ্য দিয়ে যেন
হাই প্রেসারকে জব্দ রাখে তিল! প্রাণঘাতী ক্যানসারও থাকবে দূরে সৃষ্টিকর্তা আমাদের চারপাশ সাজিয়ে দিয়েছেন একাধিক ভেষজ উপাদান দিয়ে। সেসব শুধু জুহুরির চোখ দিয়ে
করলার বীজ পেটে গেলে যেসব ক্ষতি হতে পারে করলা তেতো সবজি হলেও এর জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে এর পুষ্টিগুণ অস্বীকার করার উপায় নেই। নিয়মিত
ঝটপট বানিয়ে নিন প্রাণ জুড়ানো পাকা আমের লাচ্ছি চলছে পাকা আমের মৌসুম। সুমিষ্ট ও রসালো আম খেয়ে প্রাণ জুড়াচ্ছেন সবাই। পাকা আম দিয়ে তৈরি করা যায়
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়