Wednesday, May 4

প্রথমবারের মতো আইপিএলে আমলা

প্রথমবারের মতো আইপিএলে আমলা

কানাইঘাট নিউজ ডেস্ক: শন মার্শের বদলি হিসেবে পাঞ্জাব দলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান বিধ্বংসী ব্যাটসম্যান হাশিম আমলা। কাঁধের ইনজুরির কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। আর এতেই পাঞ্জাবে নাম লিখিয়ে ফেললেন হাশিম আমলা।

আইপিএলের নিলামে হাশিম আমলার নাম থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে টানেনি। গত ফেব্রুয়ারির নিলামে আমলার ভিত্তিমূল্য ছিল এক কোটি ভারতীয় রুপি। এবার মার্শের ইনজুরি তাকে প্রথমবারের মতো আইপিএলের স্বাদ নিতে সুযোগ করে দিচ্ছে।

গত ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ। পরে গত রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষেও মাঠে নামেন তিনি। তবে, ব্যাটিংয়ের সময় অস্বস্থিবোধ করায় এবারের আসরে আর না খেলার সিদ্ধান্ত নেন মার্শ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়