আইটি ডেস্ক, কানাইঘাট নিউজ :
ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স সাশ্রয়ীদামের একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল অ্যাকুয়া জয়। ভারতের বাজারে ফোনটির মূল্য মাত্র ২ হাজার ৮৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য ৩ হাজার ৩০১ টাকা।
ফোনটিতে আছে ৪ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেউশন ৪৮০×৮০০ পিক্সেল। এতে রয়েছে ১.২ গিগাহার্জের কোয়াড-কোর প্রোসেসর। র্যাম ৫১২ মেগবাইট।ডুয়াল সিমের এই ফোন অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলে।
এই ফোনে রয়েছে ফ্ল্যাশ সহ ০.৩ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। ইন্টারন্যাল মেমোরি ৪ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এতে রয়েছে ৩ জি, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি-র মতো কানেক্টিভিটি। এর ব্যাটারি ১৪৫০ মিলিঅ্যাম্পায়ারের।সাদা ও কালো-এই দুই রঙে পাওয়া যাবে এই ফোন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়