Friday, May 6

ওবামার বিরুদ্ধে মামলা


কানাইঘাট নিউজ ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর দায়ে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। ২০১০ সালে মার্কিন সেনা বাহিনী থেকে কমিশন্ড লাভ করেন মিশেল। শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ক্যাপ্টেন নাথান মিশেল স্মিথ গত মঙ্গলবার দেশটির অঙ্গরাজ্য কলম্বিয়ার জজকোর্টে এ মামলা করেন। অভিযোগনামায় তিনি লেখেন, ‘দেশের সংবিধান উন্নীত রাখতে প্রেসিডেন্ট ওবামাকে সঠিক পন্থা অবলম্বনের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। আইএস, সিরিয়া এবং ইরাক অভিযানের জন্য যথাযথ প্রক্রিয়ায় কংগ্রেসের অনুমোদন নেয়া হয়নি। এটা সংবিধানের নির্দেশনার পরিপন্থী।’ ক্যাপ্টেন মিশেল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সেই যুদ্ধ সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে বলে দাবি জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়