Thursday, May 5

অনন্ত হত্যা মামলা: জামিনের পর ফের গ্রেফতার দুই আসামি


কানাইঘা নিউজ ডেস্ক: বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ ॥ সিলেট নগরীর সুবিদবাজারে বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি জামিনে মুক্ত হয়ে ফের গ্রেফতার হয়েছেন। তবে ভিন্ন একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোহাইমিন নোমান ও রশিদ আহমদ। উচ্চ আদালত থেকে অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়ে আজই তারা কারামুক্ত হয়েছিলেন। নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানান, গ্রেফতারকৃতরা বিস্ফোরক মামলার আসামি। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ফের কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে তাদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল। তন্মধ্যে মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে তার বাবা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, জোরপূর্বক ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এছাড়া রশিদ আহমদকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার থেকে গতবছরের ২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গতবছরের ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকান্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে। ‘আনসার বাংলা ৮’ নামে একটি সংগঠন অনন্ত হত্যার দায় স্বীকার করেছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়