Friday, April 22

ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

কানাইঘাট নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 প্রথম দফা রিমান্ড শেষে আজ দুপুরে শফিক রেহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে বেলা সাড়ে তিনটায় এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হলে শফিক রেহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শুনানিকালে শফিক রেহমানের আইনজীবীরা রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

একই সঙ্গে শফিক রেহমানের সঙ্গে তার স্ত্রী ও আইনজীবীর একান্তে ১৫ মিনিট কথা বলার জন্য করা আবেদনও নামঞ্জুর করেন আদালত।

শুনানিতে শফিক রেহমানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পুলিশের জিআরও মো. জালালউদ্দিন।---বিডিলাইভ২৪)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়