নিজস্ব প্রতিবেদক:কানাইঘাটে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে কানাইঘাটে ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের মোট ৮৫টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ভোটন্দ্রেগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিটি ভোটকেন্দ্র ও এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাবারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, কানাইঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সদস্য পদে ৩৯৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার মোট ১ লক্ষ ৪৫ হাজার ২৭৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ৭১৪৯৯ ও মহিলা ভোটার ৭৩৭৮০ জন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়