Friday, March 11

ঝিংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক তাওহীদুল ইসলামের মতবিনিময় সভা

IMG-20160310-WA0002-1কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ লেখক ও সাংবাদিক তাওহীদুল ইসলামের এক মতবিনিময়  সভা আজ অনুষ্টিত হয়। ৭ নং ওয়ার্ডবাসীকে নিয়ে মুকিগজ্ঞ বাজারে এ সভা অনুষ্টিত হয়। মতবিনিময়  সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মাষ্টার ফজলুর রহমান, মাষ্টার মোতসির অাহমদ, মাষ্টার ফারুক অাহমদ, মুজিবুর রহমান চৌধুরী, অাব্দুর রহীম,  অাব্দুন নূর,  শরীফ উদ্দিন সরফ, ফারুক অাহমদ, মাওলানা অাব্দুল জলিল, জুবের অাহমদ চৌধুরী, অাব্দুল হালিম,  অাজিজুর রহমান চৌধুরী, মাষ্টার ছালিক উদ্দিন, অাছদ্দর অালী,  শহিদুল ইসলাম ফয়ছল,  অাবুল খায়ের, শোয়াইব, জাহিদুল ইসলাম, অাম্বিয়া, জসিম, তানিম,  শামীম প্রমুখ। সভায় তাওহীদুল ইসলামের তরুণ বয়সে প্রার্থী হবার ইচ্ছাকে অভিনন্দন  জানিয়ে বক্তারা বলেন,  এমন বয়সেই প্রকৃতভাবে কাজ করা যায়।
এসময় সাংবাদিক তাওহীদুল ইসলাম  বলেন, নির্বাচিত হলে  তথ্য প্রযুক্তি নির্ভর,  উন্নত -সমৃদ্ধ, স্বনির্ভর, পরিচ্ছন্ন, পরিকল্পিত, অালোকিত ঝিংগাবাড়ী  ইউনিয়ন গড়ে তুলে জনগণের দোঁড়গোড়ায় নাগরিক সেবা নিয়ে যাব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়