নিজস্ব প্রতিবেদক:
গত বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট মহিলা কলেজের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান কলেজ মিলনায়তন হলে সম্পন্ন হয়। কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান ও মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মোঃ শামীম আহমদ এবং প্রভাষক এম. আখতার ফারুকের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন আল মিজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জলাল আহমদ, চিত্রশিল্পী ভানু লাল দাস, শিল্পপতি আলমাছ উদ্দিন, সমাজসেবী বদরে আলম বাবু, কানাইঘাট ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য সাংবাদিক আব্দুন নুর। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আহমদ হোসেইন, বাবুল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে নাজমা বেগম, রাহীয়াতুল জান্নাহ প্রমুখ। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়